হামিদ মীরের গল্প


Hamid Mir 2.jpg

হামিদ মীর (জন্ম - ২৩ জুলাই ১৯৬৬)

হামিদ মীর একজন বিখ্যাত সাংবাদিক ।
১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নেওয়ার জন্য বিখ্যাত এই পাকিস্তানি সাংবাদিক ।



লাহোরে জন্মগ্রহনকারী এই মীর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে "গণযোগাযোগ" বিষয়ে এম,এ ডিগ্রী অর্জন করেন ।

হামিদ মীর কাশ্মীরের অধিবাসী এবং তার দাদা মীর আব্দুল আজিজ ছিলেন একজন উর্দু, পার্সিয়ান এবং পাঞ্জাবি কবি । হামিদ মীরের পিতা প্রফেসর ওয়ারিস মীর ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক । হামিদ মীরের অন্যান্য দুই ভাই ছিলেন আমির মীর এবং ইমরান মীর । ২০১২ সালে "হিলাল-ই-ইমতিয়াজ" পুরস্কারে ভূষিত হন তিনি । ১৯৯৭, ১৯৯৮ এবং সর্বশেষ ২০০১ সালে হামিদ মীর ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার নিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন । তিনিই সর্বশেষ সাংবাদিক যিনি ওসামা বিন লাদেনের সাক্ষাতকার নিতে সক্ষম হয়েছেন ।






  
 
 
Today, there have been 14191 visitors (24247 hits) on this page!
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free